অমর একুশে বইমেলার প্রস্তুতি শেষ পর্যায়ে

অমর একুশে বইমেলার প্রস্তুতি শেষ পর্যায়ে

Other

করোনা মহামারিতে থমকে থাকা সবকিছুই আবার স্বাভাবিক হতে শুরু করেছে। আর এমন সময়ে একুশে বইমেলা হবে জাতীয়ভাবে কোন বড় অনুষ্ঠানের আয়োজন। এজন্য বাঙালির এই প্রাণের উৎসবকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। হে স্বাধীনতা শিরোনামে, এবারের মেলাকে উৎসর্গ করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

 

হাতে আছে দিন পনেরো। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে এই নির্মাণ কাজ জানান দিচ্ছে অমর একুশে বইমেলার আগমনী বার্তা।


বিতর নামাজে দোয়া কুনুতের গুরুত্ব, উচ্চারণ ও অনুবাদ

নামাজের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ওয়াজিব ১৪টি কাজ

এইচ টি ইমামের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

এইচ টি ইমাম আর নেই


প্রাথামিকভাবে নির্মাণ করা হচ্ছে স্টল ও প্যাভিলিয়নের কাঠামো। এরপর লটারির মাধ্যমে তা হস্তান্তর করা হবে প্রকাশক ও সংশ্লিষ্টদের।

১৬ মার্চের মধ্যে শেষ করতে হবে সকল স্টল নির্মাণের কাজ।

news24bd.tv

গতবারের তুলনায় এবারে বাড়ছে বইমেলার পরিসর। থাকবে প্যাভিলিয়ন, স্টল, বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ, লেখক বলছি মঞ্চ, সিসিমপুর, আশ্রয়কেন্দ্র ইত্যাদি।

চলতি বছর বঙ্গবন্ধুর শতবর্ষ পূর্তি এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী। এজন্যই ‘হে স্বাধীনতা’ শিরোনামে এবারের বইমেলাকে উৎসর্গ করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

১৮ই মার্চ, ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলা চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত।

news24bd.tv আয়শা