৭ই মার্চের অনুষ্ঠান থেকে বেড়িয়ে গেলেন অথিতিরা

৭ই মার্চের অনুষ্ঠান থেকে বেড়িয়ে গেলেন অথিতিরা

Other

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও রুহিয়া থানায় ঐতিহাসিক ৭ মার্চ দিবসে অথিতিরা রাগে ক্ষোভে অনুষ্ঠানস্থল থেকে এক এক করে বেড়িয়ে যান। রোববার দুপুরে ঠাকুরগাঁও রুহিয়া থানায় এ আয়োজন করা হয়।

জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে দিবসটি পালনের জন্য রুহিয়া থানা একটি আলোচনা সভার আয়োজন করেন। সেই সভায় থানা ও ইউনিয়ন পর্যায়ের অথিতিদের আমন্ত্রণ জানানো হয়।

কিন্তু অতিথিরা সঠিক সময় (দুপুর ২ টায়) উপস্থিত হয় । কিন্তু বিকাল সাড়ে ৫টা বাজলেও অনুষ্ঠান শুরু না হয়ায় অথিতিরা থানা চত্বরে তুমুল হৈ চৈ শুরু করেন। এক পর্যায়ে বলেন এদের প্রোগ্রাম এরাই করুক, আমরা চলে যাচ্ছি।

news24bd.tv

ইসমাইল, জাহাঙ্গীর, আমিনুলসহ আরও অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, ''আমাদের দুপুর ২ টার কথা বলা হয়েছে।

আমরা সঠিক সময় এসেছি। কিন্তু এখন বাজে সাড়ে ৫ টা এখনো অনুষ্ঠান কোন শুরু হয়নি। আমরা আর কতক্ষন এখানে বসে থাকব। ''

এ ব্যাপারে রুহিয়া থানার ওসি চিত্ররঞ্জন কুমার রায়ের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।


সালমান খানের তোয়ালে পরা ছবি ভাইরাল

দেব-মিমি-নুসরাত যে কারণে প্রার্থীদের তালিকায় নেই

চুম্বনের দৃশ্যের আগে ফালতু কথা বলতো ইমরান : বিদ্যা

রণবীরের সঙ্গে ক্যাটরিনার খোলামেলা ছবি বিশ্বাস হয়নি সালমানের


news24bd.tv / কামরুল