একটি সেতুর অভাবে দুর্ভোগে ৭ হাজার মানুষ

Other

পাকা একটি সেতুর অভাবে প্রায় সাত হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন পিরোজপুরের কাউখালী উপজেলায়। সেখানে বকুলতলা নদীর ওপর আয়রণ স্লাবের সেতুর এখন জরাজীর্ণ দশা। পারাপার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ।

যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় মানুষ।

প্রশাসন জানিয়েছে, সেতু পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

কাউখালী উপজেলার সাহাপুর গ্রামে ব্রিজ নির্মাণ হয় তিন দশক আগে। লোহার এই সেতু এখন চলাচলের উপযোগি নেই বললেই চলে।

স্থানীয় শিক্ষার্থীদের বেশিরভাগ মাদ্রায় পড়ে।

প্রতিদিন, স্কুল-কলেজ-মাদ্রাসা মিলিয়ে সহস্রাধিক মানুষ প্রতিদিন এই সেতু পার হয়। ঝুঁকি বিবেচনায় গ্রামের মানুষ জনপ্রতিনিধিদের কাছে পাকা সেতুর জন্য বার বার আবেদন করেও সাড়া পাননি।

পাকা সেতু না থাকায় গ্রামে উৎপাদিত কৃষি পণ্য শহরে নিয়ে যেতে দুর্ভোগ পোহাতে হয় কৃষককেও।

পুরনো ব্রিজটি পরিদর্শনের আশ্বাস দিয়েছেন ইউএনও। তবে পাকা সেতুর ব্যাপারে জোরালো কোন আশ্বাস পাওয়া যায়নি।

গ্রামবাসীর দাবি, একটি পাকা সেতু, দারিদ্র পীড়িত সাহাপুর গ্রামের অর্থনীতি পাল্টে দিতে পারে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর