কাতারে ন্যূনতম মজুরি আইন কার্যকরে খুশি প্রবাসীরা

কাতারে ন্যূনতম মজুরি আইন কার্যকরে খুশি প্রবাসীরা

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলওসহ বিভিন্ন শ্রম সংস্থার দাবির মুখে কাতারে অভিবাসী শ্রমিকদের ন্যূনতম মজুরি এক হাজার কাতারি রিয়াল নির্ধারণ করে ন্যূনতম মজুরি আইন কার্যকর করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ২৩ হাজার টাকার বেশি। শনিবার (২০ মার্চ) এ আইনটি কার্যকর করা হয়।

নতুন এ আইন অনুযায়ী এক হাজার রিয়াল মজুরির পাশাপাশি আবাসনের জন্য ৫০০ রিয়াল ও খাবার খরচের জন্য আরও ৩০০ রিয়াল দিতে হবে কোম্পানিগুলোকে। আইনটি কার্যকর করায় খুশি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা।


দশ বছর আগে যা ঘটেছে তার জন্য আমি দায়ী নই : প্রভা

‘চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্যয়নের আগে একান্তে সময় কাটাই’

ছোট ভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রীকে অন্তঃসত্ত্বা করলো ভাসুর!

চুম্বনের দৃশ্যের আগে ফালতু কথা বলতো ইমরান : বিদ্যা


 

এদিকে আইন কার্যকর হওয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা উপকৃত হবেন বলে মনে করছেন কমিউনিটির নেতারা।

কাতার কমিউনিটি নেতা নিয়াজ কবির চৌধুরী বলেন, 'কাতার সরকার শ্রমিকদের জন্য সর্বনিম্ন যে মজুরি নির্ধারণ করেছে এতে বাংলাদেশি প্রবাসীরা উপকৃত হবে। আমি বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে কাতার সরকারকে অভিনন্দন জানাই। '

news24bd.tv/আলী