নিরাপত্তাজনিত কারণে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

নিরাপত্তাজনিত কারণে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলামের ডাকা হরতালে সারাদেশেই কিছু বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রুটে রেলযোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু যাত্রীবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।  

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ট্রেন বন্ধ রাখা হয়েছে।

রোববার (২৮ মার্চ) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার তালশহর এলাকায় পৌঁছালে হরতাল সমর্থনে ইট-পাটকেল ছোড়া হয়।


আইপিএলের ছাড়পত্র পেলেন মুস্তাফিজও

২১১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে টায়ার জ্বালিয়ে হেফাজতের রাস্তা অবরোধ

কিছু অসমাপ্ত উপসংহারও থাকতে হয়


গতকাল হেফাজতে ইসলামের ডাকা বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গত শুক্রুবার মোদি বিরোধী মিছিল ও মানববন্ধন করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। ঐসময় পুলিশের সাথে সংঘর্ষে হেফাজতের কয়েকজন কর্মী নিহত হয়।

তখনই বিক্ষোভ ও হরতালের ডাক দেয় হেফাজত।  

news24bd.tv আয়শা