শবে বরাতের রাতে ঢাকায় কিশোর গ্যাংয়ের হাতে কিশোর খুন

শবে বরাতের রাতে ঢাকায় কিশোর গ্যাংয়ের হাতে কিশোর খুন

অনলাইন ডেস্ক

কিশোর গ্যাংয়ের বিরোধে আবারও প্রাণ গেল অনন্ত নামের ১৭ বছরের এক কিশোরের। দুই গ্যাংয়ের পুর্ব শত্রুতার জেরে পবিত্র শবে বরাতের রাতে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াতে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় অনন্ত’র পেটে একাধিক ছুরিকাঘাতে সংজ্ঞা হারায়। এ ঘটনায় সাজু আহামেদ (১৪) নামে আরও একজন আহত হয়েছে।

সোমবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর সূত্রাপুরে ফরাশগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বন্ধুরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে অনন্তকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান। তিনি বলেন, অনন্তের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সাজু চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সূত্রাপুর থানাকে অবিহিত করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের কেউ গ্রেফতার হয়নি।

 জানা গেছে, অনন্তসহ তার বন্ধুরা ৮-৯ জন নামাজ পড়ে ঘোরাফেরা করে বাসার ফিরছিলো। পথে ফরাশগঞ্জ ঘাট এলাকায় অনন্ত দেখতে পায় তাদের এলাকার ছোট ভাই সাজুকে মারধর করছে ওই এলাকার ফেরদৌসসহ ১০-১২ জন। অনন্ত সেখানে প্রতিবাদ করতে এগিয়ে যায়। কোনো কিছু বুঝে উঠার আগেই ফেরদৌস অনন্তের পেটে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে । পরে তার  বন্ধুরা এগিয়ে যেতে যেতে তারা পালিয়ে যায়। পরে  তার  সাথের বন্ধুরা তাদেরকে হাসপাতালে নিয়ে আসে। এখানে চিকিৎসক অনন্তকে মৃত বলে জানান।


কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন তুরস্কের, ভারতের ক্ষোভ

আবারও ইকো ট্রেন চলবে ইরান-তুরস্ক-পাকিস্তানে

সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযান, বিপুল গোলাবারুদ উদ্ধার

দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না?


 

আহত সাজুর বরাত দিয়ে আরেকজন জানিয়েছেন, সন্ত্রাসী মুন্না, আকাশের আশ্রয়ে জুনিয়র ফেরদৌস ও আলামিনের সঙ্গে সাজুর ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে তার ওপর হামলা করে।

জানা গেছে, নিহত অনন্ত স্থানীয় জুবলী স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে অনন্ত ছিল ছোট।

news24bd.tv/আলী