দখলদারের দখলে চলে যাওয়ায় ফুটপাত সাধারণ মানুষের ব্যবহারের সুযোগ নেই

দখলদারের দখলে চলে যাওয়ায় ফুটপাত সাধারণ মানুষের ব্যবহারের সুযোগ নেই

Other

পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে রাস্তা-ফুটপাত। কিন্তু দখলদারের কাছে এসবের দখল চলে যাওয়ায় সাধারণ মানুষের তা ব্যবহারের সুযোগ নেই। ফলে রাজধানীর অনেক সড়ক এর মতো মোহাম্মদপুর ৩২ নাম্বার ওয়াড ঘিরে দৃশ্যটা এমন হয়েছে যে ফুটপাতে দোকান, সড়কে গাড়ি আর বিপাকে পথচারী।  

অফিস ছুটি হয়েছে কিছু আগে।

তাই তো ঘরে ফেরা মানুষের এই ব্যস্ততা। কেউ বাস, কেউবা লেগুনায় উঠে বসেছেন অফিস শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে। কিন্তু যানজট দেখেই অনেকে চেষ্টা শুরু করছেন হেঁটেই গন্তব্যে যেতে। কিন্তু বিপত্তি বেঁধেছে ফুটপাত দখল করে সেই অধিকারটুকু বন্ধ করে দেয়ায়।


আগামী ১১ এপ্রিল থেকে ট্রেনের টিকিট বিক্রি ব্ন্ধ

এবার ঈদে কোটি পরিবার পাবে সরকারি সহায়তা

এমপি রিমি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

হিন্দু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা ছাত্র গ্রেপ্তার


বুধবার এমন চিত্র দেখা যায় ঢাকা উত্তর সিটি কপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের জেনেভা ক্যাম্পের পূর্ব পাশের হুমায়ুন রোড, বাবর রোডের অনুরাগ কমিউনিটি সেন্টার থেকে টোল মার্কেট, শ্যামলী স্কয়ার মার্কেট থেকে খিলজী রোড পার্ক এলাকায়।

এছাড়া শ্যামলী রিং রোড ট্রাফিক বক্স ঘেষে রিকশা আর লেগুনার স্ট্যান্ড বানানো হয়েছে। ফলে চলাচলে পদে পদে নানা বিড়াম্বনায় পথচারীরা।

সাধারন মানুষের ভোগান্তির কথা স্বীকার করে নিজ উদ্যেগের কথা জানান স্থানীয় ওয়াড কাউন্সিলর।

এদিক প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত রাখা সম্ভব নয় এমন মতামত পথচারীদের।

news24bd.tv / আয়শা