র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে সরিয়ে এক নম্বরে বাবর আজম

র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে সরিয়ে এক নম্বরে বাবর আজম

নিজস্ব প্রতিবেদক

এক হাজার ২৫৮ দিন পর আইসিসি’র সদ্য প্রকাশিত ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে সরিয়ে এক নম্বর জায়গায় উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন বাবর। তার চেয়ে ৮ রেটিং পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে নেমে গেছেন কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ৭৬ গড়ে ২২৮ রান করেছিলেন বাবর।

এর মধ্যে শেষ ম্যাচে ৮২ বলে ৯৪ রানের ইনিংসের সুবাদে পেয়েছে ১৩টি মূল্যবান রেটিং পয়েন্ট।

আরও পড়ুন


ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে হামলা, শক্তিশালী বিস্ফোরণ

সতীর্থকে দিয়ে চুল কাটাচ্ছেন সাকিব, ভিডিও ভাইরাল (ভিডিও)

তারাবির নামাজ ৮ রাকাত না ২০ রাকাত?

তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম, সময় ও রাকাআত


সবমিলিয়ে এ সিরিজে তার অর্জন ২৮ রেটিং পয়েন্ট। এখন তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৮৬৫ এবং কোহলির চেয়ে এগিয়ে গেছেন ৮ পয়েন্টে। প্রায় ছয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্টে ক্যারিয়ার সেরা পাঁচ নম্বরে উঠেছিলেন বাবর।

এছাড়া টি-টোয়েন্টিতে লম্বা সময় ছিলেন এক নম্বরে। বর্তমানে শুধুমাত্র কোহলিই তিন ফরম্যাটের র‍্যাংকিংয়ে শীর্ষ তিনের মধ্যে রয়েছেন।

news24bd.tv আহমেদ