হেফাজত নেতা মাওলানা জুবায়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

হেফাজত নেতা মাওলানা জুবায়ের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন।

এর আগে মাওলানা জুবায়েরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মতিঝিল থানা পুলিশ। তবে এদিন মাওলানা জুবায়েরের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

সিএমএম আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটরই আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে লালবাগ এলাকা থেকে মাওলানা জুবায়েরকে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাওলানা জুবায়েরের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলা ছাড়াও নাশকতার অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

আরও পড়ুন


হুইপ পুত্রের কাণ্ড: আত্মহত্যা করা ব্যাংকারের স্ত্রীর কান্না ‌‘আমরা কি বিচার পাব না’

ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল হামলা কাদের মির্জার সাজানো: উপজেলা আ.লীগ

চিরনিদ্রায় শায়িত হলেন কবরী

নিজ বাসা থেকে অধ্যাপক তারেক শামসুর রেহমানের লাশ উদ্ধার


ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মো. মাহবুব আলম বলেন, হেফাজতের নেতা জুবায়েরের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলা ছাড়াও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

মাওলানা জুবায়ের আহমদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি প্রয়াত সংসদ সদস্য ও ইসলামী ঐক্যজোট নেতা মুফতি আমিনীর জামাতা।

news24bd.tv আহমেদ