১ জুন, ইতিহাসের এই দিনে

১ জুন, ইতিহাসের এই দিনে

অনলাইন ডেস্ক

আজ ১ জুন, গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫২তম (অধিবর্ষে ১৫৩তম) দিন। বছর শেষ হতে আরো ২১৩ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৭৮৫ খ্রিস্টাব্দের এই দিনে অবিভক্ত ভারতের প্রথম বীমা কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স চালু।

১৭৮৬ খ্রিস্টাব্দের এই দিনে আলেকজান্ডার ডেভিনসন কর্তৃক মাদ্রাজে জেনারেল পোস্ট অফিস চালু।

১৮৩১ খ্রিস্টাব্দের এই দিনে দৈনিক ইস্ট ইন্ডিয়া পত্রিকা প্রকাশ।

১৮৭৪ খ্রিস্টাব্দের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত ঘোষণা।

১৯২৩ খ্রিস্টাব্দের এ দিনে জাপানের রাজধানী টোকিওতে ভয়াবহ ভূমিকম্প হয়েছিলো।

১৯৪১ খ্রিস্টাব্দের এ দিনে গ্রীসে জার্মানির মিত্রপক্ষের শেষ শক্তিশালী ঘাটি ক্রিট দ্বীপের পতন ঘটে।

১৯৫৫ খ্রিস্টাব্দের এই দিনে ভারতে অস্পৃশ্য নিরোধ আইন চালু।

১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৯৮০ খ্রিস্টাব্দের এই দিনে কেব্ল্ নিউজ নেটওয়ার্কের (সিএনএন) সম্প্রচার শুরু হয়।

১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে জেনারেল মঞ্জুরকে হত্যা করা হয়।

১৯৯০ খ্রিস্টাব্দের এই দিনে জর্জ এইচ ডবি্লউ বুশ ও মিখাইল গর্বাচভ রাসায়নিক অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।

১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশে প্রাথমিক শিক্ষকদের সরকারি কর্মচারীর মর্যাদা দান।

২০০১ খ্রিস্টাব্দের এই দিনে নেপালের রাজতন্ত্রের ওপর আঘাত আসে। যুবরাজ দীপেন্দ্র তাঁর পরিবারের সদস্যদের অনেককে গুলি করে হত্যা করেন। এর মধ্যে তাঁর পিতা রাজা বীরেন্দ্র ও মাতা রানি ঐশ্বরিয়াও ছিলেন।

২০০৯ সালে এই দিনে এয়ার ফ্রান্স ফ্লাইট ৪৪৭ ব্রাজিলের কাছে আটলান্টিক সাগরে আছড়ে পরে, এতে ২২৮জন যাত্রী এবং কর্মচারীর সকলে নিহত হন।

জন্ম

১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে কবি, প্রাবন্ধিক ও ছান্দসিক আবদুল কাদিরের জন্মগ্রহন করেন।

১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকার চলচ্চিত্র অভিনেত্রী মেরিলিন মনরোর জন্মগ্রহন করেন।

১৯৬৩ সালের এই দিনে বাংলাদেশের নামকরা সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ জন্মগ্রহন করেন।

আরও পড়ুন:

 সাতসকালে আকাশভাঙা বৃষ্টিতে ভিজলো রাজধানী

 ঘরে ফেরার ছাড়পত্র পেলেন অজি ক্রিকেটাররা

 মীরাক্কেলে দ্বিতীয় রানার আপ বাংলাদেশি তৌফিক

 

মৃত্যু

১৮৪২ খ্রিস্টাব্দের এই দিনে বঙ্গে ইংরেজি শিক্ষা প্রবর্তনের অন্যতম উদ্যোক্তা ডেভিট হেয়ারের মৃত্যু।

১৯৬৮ খ্রিস্টাব্দের এই দিনে প্রতিবন্ধী শিক্ষার উদ্যোক্তা, অন্ধ ও বধির লেখিকা হেলেন কেলারের মৃত্যু।

১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মানিক মিয়ার মৃত্যু।

১৯৯৮ খ্রিস্টাব্দের এই দিনে ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু ব্রজেন দাশের মৃত্যু।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক