শিমুলিয়া ঘাটে যাত্রী-যানবাহনের চাপ বেড়েছে
লকডাউনের ঘোষণায়

শিমুলিয়া ঘাটে যাত্রী-যানবাহনের চাপ বেড়েছে

অনলাইন ডেস্ক

কঠোর লকডাউনের ঘোষণায় শনিবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে যাত্রী, ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহনের চাপ বেড়েছে। সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া ঘাটে ফেরিতে যাত্রীর উপচে পড়া ভিড় দেখা গেছে।

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রী সাধারণ। অধিকাংশ যাত্রীর মুখেই মাস্ক দেখা যায়নি।

লকডাউনে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ফেরিতে এ চাপ বেড়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সুপারিন্টেন্ডেন্ট মেহেদী হাসান জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ১৫টির মধ্যে ১৪টি ফেরিই চলাচল করছে।

লকডাউনের নিয়ম অনুযায়ী, ফেরিতে শুধু রোগী বহনকারী গাড়ি এবং জরুরি পণ্য পরিবহনের গাড়ি ছাড়া সবকিছু পারাপারে নিষেধাজ্ঞা রয়েছে। মানুষের চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঘাটে ভিড় জমাচ্ছেন যাত্রীরা।

আরও পড়ুনঃ


মহাকাশ স্টেশন থেকেই সরাসরি ইউরো দেখছেন নভোচারীরা

কানাডার পরিত্যক্ত স্কুলে পাওয়া গেলো সাড়ে সাতশ কবর!

আবারো থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সিলেটের ট্রিপল হত্যা: দুই সন্তানসহ স্ত্রীকে মাছ ভেবে কুপিয়ে হত্যা করে হিফজুর


news24bd.tv / কামরুল