চতুর্থ দিনের প্রথম সেশন শেষে চালকের আসনে বাংলাদেশ

চতুর্থ দিনের প্রথম সেশন শেষে চালকের আসনে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে চতুর্থ দিনে চালকের আসনে বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১ উইকেটে ১৬৯ রান। প্রথম ইনিংসে এগিয়ে থাকা ১৯২ রানের সুবাদে এখন লিড বেড়ে হয়েছে ৩৬১ রান।

প্রথম ইনিংসের ব্যর্থতা ঝেড়ে ফেলে দ্বিতীয় ইনিংসে রানের দেখা পেয়েছে বাংলাদেশের টপঅর্ডার।

দুই ওপেনার সাদমান ইসলাম ও সাইফ হাসানের পর তিন নম্বরে নাজমুল হোসেন শান্তুও করছেন সাবলীল ব্যাটিং। যে কারণে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লিড সাড়ে তিনশ’ ছাড়িয়েছে খুব সহজেই।

তৃতীয় দিনশেষে ১৭ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান করেছিল বাংলাদেশ। আজকের প্রথম সেশনে ৩২ ওভার ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে ওভারপ্রতি প্রায় ৪ গড়ে তুলেছে ১২৪ রান।

সাইফ আউট হয়েছেন ৪৩ রান করে। সাদমান ৭২ ও শান্ত অপরাজিত রয়েছেন ৪৫ রানে।


আরও পড়ুনঃ

যেভাবে দেখবেন কোপা আমেরিকার ফাইনাল

কানাডায় করোনার গতি কমায় ভ্রমণে বিধিতে পরিবর্তন

তালেবানের হুমকির জবাব দিলো আফগান সরকার

৩০ বছর পর সীমিত পরিসরে ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি


উল্লেখ্য, জিম্বাবুয়ের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড হলো পাকিস্তানের সাথে। প্রায় ২৩ বছর আগে ১৯৯৮ সালে ১৬২ রান তাড়া করে ৭ উইকেটে জিতেছিল তারা। এর বাইরে রান তাড়া করে আর ৪টি ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। এছাড়া চতুর্থ ইনিংসে মাত্র তিনবার তিনশ’র বেশি রান করার রেকর্ড রয়েছে জিম্বাবুয়ের।

এখন দেখার বিষয় জিম্বাবুয়ের সামনে কত রানের লক্ষ্য ছুড়ে দেয় টাইগাররা।

news24bd.tv / নকিব