বাগেরহাটে লকডাউন আগেই শিথিল, বেড়েছে যানবাহন চলাচল

বাগেরহাটে লকডাউন আগেই শিথিল, বেড়েছে যানবাহন চলাচল

Other

বাগেরহাটে শিথিলে একদিন আগে শিথিল হয়ে পড়েছে লকডাইন। বুধবার স্বাস্থ্যবিধি না মেনে জেলা ও উপজেলা শহরের হাট-বাজারের অধিকাংশ দোকাপাট-ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। বেড়েছে লোক সমাগম। সড়কে দাঁপিয়ে বেড়াচ্ছে যন্ত্রচালিত রিক্সা-ভ্যান, ইজিবাইক, নসিমন-করিমন, মহেন্দ্র, মটরসাইকেল, কার ও মাইক্রোবাস।

 

সেনাবাহিনী, নৌবাহিনী বিজিবিসহ আইন-শৃংখলারক্ষা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের গাড়ী দেখলেই অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া লোকজন আড়ালে চলে যাচ্ছে। তারা চলে গেলেই লোকজন আবার সড়কে জটলা পাকাচ্ছে। এই অবস্থায় বাগেরহাটে চলছে লকডাউনের শেষ দিনে। লকডাউন না মানায় জেলা জুড়ে গত ২৪ ঘন্টায় ১২ টি ভ্রাম্যমাণ আদালত ৩২টি মামলা দিয়ে ৩৩ জনকে ১৮ হাজার ৯০০ টাকা জরিমানা ও একজনকে সাড়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে।

 

বাগেরহাটে লকডাউনের শেষ দিনে জেলা সদরসহ ৯টি উপজেলায় আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছে। জেলার প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে চেকপোস্ট।  

আরও পড়ুন


খুলনায় গৃহবধূর নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিল সাবেক প্রেমিক

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বরিশাল শেবাচিম হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

বাঙালিকে বিশ্বজয় করতে হলে তাকে তার পান্তা ভাত দিয়েই এগুতে হবে


news24bd.tv / কামরুল