টানা দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

Other

পেশাদার নারী ফুটবল লিগে টানা দ্বিতীয় বারেরমত চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে বসুন্ধরা কিংস নারী ফুটবল দল। নিজেদের সবশেষ ম্যাচে নাসরিন স্পোর্টং একাডেমীকে ১৬-০ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে তারা। অবশ্য এরআগের ম্যাচে জামালপুর কাচারিপাড়া একাদশকে ১৮-০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা কিংস। টানা দ্বিতীয় বারেরমত অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে খুশি সাবিনা, কৃষ্ণা রানিরা।

 

আগের ম্যাচে জামালপুর কাচারিপাড়া একাদশকে ১৮-০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছিলো কিংস। ফলে, পেশাদার নারী ফুটবল লিগের নিয়ম রক্ষার শেষ ম্যাচে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নাসরিন স্পোর্টস একাডেমির মুখোমুখি হয়েছিলো বসুন্ধরা কিংস। এই ম্যাচেও গোল উৎসবে মাতে কিংসের মেয়েরা।  

শেষ রাউন্ডের এ ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমির জালে ১৬ বার বল জড়িয়েছে তারা।

ডাবল হ্যাট্রিক করেছেন স্ট্রাইকার সাবিনা খাতুন। হ্যাট্রিকের পাশাপাশি, চার গোল করে ৫০ গোলেরে মাইলফলক স্পর্শ করেন কৃষ্ণা। এছাড়াও, স্বপ্নার হ্যাটট্রিকের পাশপাশি, একটি করে গোল করেছেন শামসুন্নাহার, সুমাইয়া এবং মারিয়া। ফলে ১৬-০ গোলের বড় ব্যবধানে জয়ে শিরোপা উল্লাসে মাতে তারা।  

খেলা শেষে চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, মেডেল ও ৩ লক্ষ টাকার চেক প্রদান করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়া।  

টানা দ্বিতীয় বারের মত মৌসুমে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ে  খুশী সাবিনা, কৃষ্ণা রানীরা। তবে, তাদের প্রত্যাশা আগামী মৌসুমে খেলা হবে আরো প্রতিযোগীতা মুলক।  


সময় চেয়ে যা বললেন ইভ্যালির এমডি

ইভ্যালি নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন( ভিডিও)

ঈদের পরের লকডাউনে যা বন্ধ ও খোলা থাকবে


বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর জোবায়ের নিপু জানান, পেশাদার লিগের বড় দল গুলো নারীদের ফুটবেলে অংশ নিলে বাড়বে খেলার মান।  

এদিকে, রানার্স-আপ দল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের হাতে রানার্স-আপ ট্রফি ও ২ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

news24bd.tv/আলী