পরীমনির 'বন্ধু' জিমির বিরুদ্ধে মাদক আইনে মামলা

ফাইল ছবি

পরীমনির 'বন্ধু' জিমির বিরুদ্ধে মাদক আইনে মামলা

অনলাইন ডেস্ক

পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ শনিবার রাজধানীর বনানী থানায় মামলাটি করা হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গুলশান শ্যুটিং ক্লাব এলাকা থেকে জুনায়েদ করিমকে আটক করা হয়।

এসময় তার কাছে ২২৫টি ইয়াবা বড়ি পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত করছে বলে জানিয়েছে গুলশানের বিভাগীয় উপকমিশনার আসাদুজ্জামান।

গত ১৩ জুন চিত্রনায়িকা পরীমনি ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। বোট ক্লাবের ঘটনায় পরীমনির সঙ্গী ছিলেন তার কস্টিউম ডিজাইনার জিমি।

আরও পড়ুনঃ

আদালতে পরীমণিকে নিয়ে হট্টগোল, বিচারকের এজলাস ত্যাগ

তালেবানদের সহিংসতায় আফগান সরকারের গণমাধ্যম বিভাগের প্রধান নিহত

করোনা টিকা না নেয়ায় তিন কর্মীকে ছাঁটাই করলো সিএনএন

ডিবির এডিসি সাকলায়েনের বাসায় গভীর রাত পর্যন্ত ছিলেন পরীমণি, সিসিটিভিতে ধরা

 সেই ঘটনায় পরীমনি যাদের বিরুদ্ধে মামলা করেছিলেন, ব্যবসায়ী নাসির উদ্দীন মাহমুদ ও তুহিন সিদ্দিকীর (অমি) বিরুদ্ধে। এই দুজনের বাসা থেকে মদ ও মাদকের ঘটনায় যে মামলা হয়, সেটার তদন্ত তদারক কর্মকর্তা হলেন ডিবির এডিসি গোলাম সাকলায়েন।

news24bd.tv/ নকিব