বরগুনায় পুলিশের অভিযানে হিরোইনসহ ছাত্রদলের সাবেক সভাপতি গ্রেপ্তার

বরগুনায় পুলিশের অভিযানে হিরোইনসহ ছাত্রদলের সাবেক সভাপতি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

বরগুনার আমতলীতে মাদক উদ্ধার অভিযানে হিরোইন ও গাজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।   

তারা হলেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাদল মৃধা ও মেহেদি হাসান আশিক।

এসময় ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাদল মৃধার কাছ থেকে হিরোইন  ও অপর একজন মেহেদি হাসান আশিকের কাছে গাজা পাওয়া যায়।  

রবিবার বিকেলে আমতলী থানার এসআই শুভ বাড়ৈর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চাওড়া ইউনিয়নের আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ডাক্তারবাড়ী বাসস্ট্যান্ডে আলাউদ্দিন গাজীর চায়ের দোকানের সামনে থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় চিহ্নিত মাদক কারবারি কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাকির হোসেন বাদল মৃধাকে আটক করে।

এসময় তার শরীর তল্লাশি করে ২৫ গ্রাম হিরোইনসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

অন্যদিকে,  রবিবার দুপুরে  চিহ্নিত মাদক কারবারি মো. মেহেদি হাসান আশিককে উপজেলার আড়পাঙ্গাশিয়া-ঘোপখালী সড়কে তার নিজ বাড়ির সামনের রাস্তা থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ১১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  

আরও পড়ুন


আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর মাজার শরিফ দখলে নিয়েছে তালেবান

মমেকের করোনা ইউনিটে আরও ২৫ জনের মৃত্যু

৭৫তম স্বাধীনতা দিবসে দেশপ্রেমের গান উৎসর্গ করলেন মমতা

গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার পরিদর্শক (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিকে আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।  

news24bd.tv রিমু 

 

এই রকম আরও টপিক