সাগরে জাল ফেলতেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

সাগরে জাল ফেলতেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

অনলাইন ডেস্ক

সাগরে জাল ফেলতেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। কিন্তু পর্যাপ্ত শেড না থাকায় খোলা মাঠে রাখা হচ্ছে ইলিশ। তবে এবার ভাল দাম পেয়ে দারুণ খুশি জেলেরা।

এরই মধ্যে রুপালি ইলিশে সয়লাব হয়ে গেছে কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র।

জেলেরা বলছেন, অতীতে আগে এত মাছ ধরা পড়েনি।

জেলেরা বলেন, সাগরে জাল ফেলতেই ধরা পড়ছে বড় বড় ইলিশ। দাম ভালোই আছে। অন্যান্য বছরের তুলনায় দাম ভালো।

 
কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে রয়েছে দুটি মাছ রাখার শেড। সেখানে জায়গা না হওয়ায় বাধ্য হয়ে খোলা মাঠে ইলিশ রাখছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, ইলিশ যদি দেশের বাইরে রফতানি হয় তাহলে প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে।

শেড সংকটের বিষয়ে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক এহছানুল হক গণমাধ্যমকে বলেন, এ সমস্যা সমাধানে আরেকটি নতুন শেড করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন:


কাবুল দখলের পর ভারতের প্রতি তালেবানের কৃতজ্ঞতা ও হুঁশিয়ারি

ভূমিকম্পে লন্ডভন্ড হাইতি, মৃত বেড়ে ৭০০

আমেরিকার কী ঠ্যাকা পড়েছে আফগানিস্তানে নটখট করার?

আফগান প্রেসিডেন্ট কে এই গনি বারাদার?


NEWS24.TV / কামরুল