যুক্তরাষ্ট্র আ.লীগের আনন্দ-সমাবেশ

যুক্তরাষ্ট্র আ.লীগের আনন্দ-সমাবেশ

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

বাংলাদেশের মহাকাশ বিজয়ে আনন্দ-সমাবেশ করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ সমাবেশে বক্তৃতাকালে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ রচনায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশের মতো প্রবাসীরাও ঐক্যবদ্ধ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট’ মহাকাশে উৎক্ষেপণের মধ্য দিয়ে সেই অগ্রযাত্রা নতুন মোড় পেল। ’

ড. সিদ্দিক উল্লেখ করেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।

উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সকলকে সোচ্চার থাকতে হবে। ’

‘বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি যারা পছন্দ করে না, তারা এই প্রবাসেও নানা অপতৎপরতায় লিপ্ত। এই মহল সম্পর্কে সজাগ থাকতে হবে।

বিশেষ করে সামনের নির্বাচনে আবারো শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদানে সকল প্রবাসীকে একযোগে কাজ করতে হবে’-উল্লেখ করেন বক্তারা।

১৪ মে সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির পালকি পার্টি সেন্টারে এই সমাবেশের মঞ্চে কন্ঠযোদ্ধা ফকির আলমগীরও ছিলেন। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন এম এ সালাম, সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, লুৎফুল করিম, শামসুদ্দিন আজাদ, মোহাম্মদ ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, হাজী এনাম, সোলায়মান আলী, এম এ মালেক, তৈয়বুর রহমান টনি, শাহানারা রহমান, খোরশেদ খন্দকার, সাখাওয়াত বিশ্বাস প্রমুখ।  


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর