পুলিশ-বিএনপি সংঘর্ষ: আমান-সালামদের আগাম জামিন

পুলিশ-বিএনপি সংঘর্ষ: আমান-সালামদের আগাম জামিন

অনলাইন ডেস্ক

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামসহ বিএনপির নেতা-কর্মীদের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৫ আগস্ট) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এদিকে আগামী ২৬ সেপ্টেম্বরের পর তাদের ঢাকার জেলা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। জামিন পাওয়াদের মধ্যে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপি নেতা তাবিথ আউয়ালও রয়েছেন।

আদালতে বিএনপি নেতা-কর্মীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আরও পড়ুন


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কওমি আলেমদের বৈঠক

বরিশালে পুলিশ-আ.লীগ সংঘর্ষের ঘটনায় ১২ জনের জামিন মঞ্জুর

সাংবাদিকদের বিরুদ্ধে হুইপ শামসুলের মামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ ও মানববন্ধন

কুষ্টিয়ার সেই এসপি তানভীরকে সতর্ক করে যা বললেন হাইকোর্ট


এর আগে, ১৬ আগস্ট রাতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়। পুলিশের দায়ের করা এই মামলায় বিএনপির ১৫৫ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।

রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলা হয়।

মামলায় পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা, পুলিশের ওপর হামলা করে আহত করা এবং গাড়ি ভাঙচুর করে জানমালের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।

news24bd.tv এসএম