বিশ্বকাপের আগে আইপিএল, কী ভাবছেন সাকিব?

বিশ্বকাপের আগে আইপিএল, কী ভাবছেন সাকিব?

অনলাইন ডেস্ক

গত দুই সিরিজের পারফরম্যান্সে সাকিব ভালো-খারাপ দুটোই দেখেছেন সাকিব। অস্ট্রেলিয়া সিরিজে সাকিব যতটা দুর্দান্ত ছিলেন, নিউজিল্যান্ড সিরিজে ছিলেন ততটাই নিষ্প্রভ। আঙুলের পুরনো ইঞ্জুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেননি শেষ ম্যাচও।

এবার টাইগারদের মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তবে এর আগে রয়েছে আইপিএল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের বাকি অংশে যোগ দিতে কয়েক দিনের মধ্যেই দেশ ছাড়বেন সাকিব।

বিশ্বকাপের মাঠেই চলবে আইপিএল। তাই শনিবার রাতে ঢাকায় একটি টাইলস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সময় সাকিবকে জবাব দিতে হলো এসব নিয়ে প্রশ্নের।

সাকিব বললেন,  ‘আশা করি আইপিএলে খেলা বিশ্বকাপে সাহায্য করবে। সেই অভিজ্ঞতা আমরা দলের সবার সঙ্গে ভাগাভাগি করতে পারব; আমি পারব, মোস্তাফিজ পারবে। আটটি আইপিএল দলে আমরা দুজন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, খেলোয়াড়দের ভাবনা কেমন, বিশ্বকাপ নিয়ে কীভাবে ভাবছে অন্য দেশের খেলোয়াড়রা— এসব সম্পর্কে ধারণা হবে, যা সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করে নেব। ’

আরও পড়ুন:

ডায়োজিনিস দ্য সিনিক হতে পারেন আমাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত!

দীর্ঘ ১৮ মাস পর খুললো স্কুল-কলেজ

কানাডায় ৯/১১ এর বিশ বছর অতিক্রম নিয়ে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত

বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ


বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা ভালো বলে জানালেন সাকিব। বললেন,  ‘আমাদের প্রস্তুতিটি খুবই ভালো হয়েছে। গত তিনটি সিরিজ আমরা জিতেছি। উইকেট নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু জয়ের কোনো বিকল্প নেই। একটা দল যখন জিততে থাকে, জয়ের মানসিকতা থাকে, তা অন্য পর্যায়ের আত্মবিশ্বাস জোগায়। অনেক ভালো খেলেও ম্যাচ হারলে আত্মবিশ্বাস থাকে না। এই আত্মবিশ্বাস নিয়ে আমরা বিশ্বকাপে যেতে চাই। এখানকার উইকেট-কন্ডিশন ওখানে খুব বেশি প্রভাব ফেলবে না। আমাদের জয়ের মানসিকতা তৈরি হয়েছে। আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাব। ’

news24bd.tv/ নকিব