আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় জানালেন ব্রেন্ডন টেইলর

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় জানালেন ব্রেন্ডন টেইলর

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটার ব্রেন্ডন টেইলর। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলে ব্যাট-প্যাড উঠিয়ে রাখবেন তিনি।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের এই ঘোষণা টেইলর নিজেই দিয়েছেন। ৩৪ বছর বয়সী এই খেলোয়াড় লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমি ঘোষণা করছি- আগামীকাল (সোমবার) প্রিয় দেশের হয়ে আমার শেষ ম্যাচ।

উত্থান-পতনের মধ্য দিয়ে ১৭ বছরের পথ চলেছি, যা আমাকে বিনয়ী হতে শিখিয়েছে। এত দীর্ঘ সময় ধরে জাতীয় দলে থাকায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। ২০০৪ সালে অভিষেকের পর থেকে সবসময় আমার লক্ষ্য ছিল দলকে সেরা অবস্থানে রেখে যাওয়া। আশা করি, আমি তা করতে পেরেছি।

জিম্বাবুয়ে ক্রিকেটকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেটকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে, তারা আমাকে এমন অর্জনের জন্য সুযোগ করে দিয়েছেন। আশা করি, আমার জন্য কিছুটা হলেও দেশ গর্বিত। ’

আরও পড়ুন:

ডায়োজিনিস দ্য সিনিক হতে পারেন আমাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত!

রক্ত দিয়ে এরশাদকে লেখা প্রেমিকার চিঠি

যে কারণে স্ট্যাপলার পিন মুক্ত হচ্ছে না টাকার বান্ডিল

'ছেলেদের সাথে বসা যাবে না, মানতে হবে ড্রেসকোড'


জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন টেইলর। খেলেছেন অসংখ্য ম্যাচ জেতানো ইনিংস। জিম্বাবুয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার থেকে ১১০ রান কম তার।  

news24bd.tv/ নকিব