সবচেয়ে ধনী ক্লাব নিউক্যাসেল!

সবচেয়ে ধনী ক্লাব নিউক্যাসেল!

অনলাইন ডেস্ক

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে ধনী ক্লাবে রূপান্তরিত হলো নিউক্যাসেল।

১৪ বছর পর ক্লাবটির মালিকানা পরিবর্তন হলো। ইংলিশ এই ক্লাবটির মালিকানা কিনে নিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

এ জন্য সৌদি কনসোর্টিয়ামকে খরচ করতে হয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা।

এই কনসোর্টিয়ামের অধীনে রয়েছে পিআইএফ, পিসিপি ক্যাপিটাল পার্টনার্স ও আরবি স্পোর্টস মিডিয়া। ক্লাবটির মালিকানা বদল করেন ব্রিটিশ ধনকুবের মাইক অ্যাশলি। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইপিএল কতৃপক্ষ।

প্রিন্স সালমান নিউক্যাসলকে ৩০০ মিলিয়ন পাউন্ড দেন; যা ম্যানচেস্টার সিটির চেয়ে প্রায় ১১ গুণ বেশি।

এর আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মালিকানা কিনে নেয় সংযুক্ত আরব আমিরাত।

আরও পড়ুন:


মমতার ভাগ্য নির্ধারণ আজ

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

করোনা প্রতিরোধে টিকার বিকল্প কোভিড পিলের পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য


 

সাম্প্রতিক সময়ে আর্থিক সংকটসহ নানা সমস্যায় ভুগতে থাকা নিউক্যাসেলে এখন খেলতে আসবেন বিশ্বের বড় বড় সব তারকা খেলোয়াড়। আসবেন নতুন কোচ। সব মিলিয়ে আগামী দুই-তিন বছরে ব্যাপক পরিবর্তন আসবে ক্লাবটিতে।

news24bd.tv/আলী