মদ্যপানে বিষক্রিয়ায় ২৯ জনের মৃত্যু!

মদ্যপানে বিষক্রিয়ায় ২৯ জনের মৃত্যু!

অনলাইন ডেস্ক

রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, আরেনবুর্খ অঞ্চলে স্থানীয়ভাবে তৈরি মেথানল মেশানো মদপান করে গত এক সপ্তাহে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, রাশিয়ার আঞ্চলিক মন্ত্রণালয় স্থানীয় সময় গতকাল শনিবার জানায়, মদপানে অসুস্থ হয়েছে ৫৪ জন।

যাদের মধ্যে অধিকাংশই মারা গেছেন।


আরও পড়ুন:

বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট বানানোর নেশায় তরুণী

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

প্রেমের সম্পর্ক গড়ে ১৩ বছর বয়সী কিশোরীকে দুদিন ধরে ধর্ষণ

নির্বাচন কমিশন নিয়ে রাজনীতিতে আবারও উত্তাপ, যা বলছে বিএনপি-আ.লীগ


ওই এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে।

এছাড়াও বিষাক্ত অ্যালকোহল জব্দ করা হয়েছে। মিথানল জাতীয় এসব রাসায়নিক দ্রব্য কারখানার কাজে ব্যবহার হয় বলে জানা গেছে।

news24bd.tv/এমি-জান্নাত