অনেক দেশে অ্যাম্বুলেন্স কে সাইড ছেড়ে না দেয়াটা রীতিমত ক্রিমিনাল অফেন্স

অনেক দেশে অ্যাম্বুলেন্স কে সাইড ছেড়ে না দেয়াটা রীতিমত ক্রিমিনাল অফেন্স

Other

আমার দেশে অ্যাম্বুলেন্স জ্যামে আটকে থাকে, ভিতরে রোগীর শেষ শ্বাস যায় যায় কিন্তু আর কারো তেমন কিছু আসে যায় না। রোগীর লোকজন মাঝে মধ্যে রাস্তার লোকজনের কাছে, ট্র্যাফিক পুলিশের কাছে হাত জোড় করে মিনতি করে। আর পৃথিবীর অনেক দেশে অ্যাম্বুলেন্স কে সাইড ছেড়ে না দেয়াটা রীতিমত ক্রিমিনাল অফেন্স।

কলাপাতায় বৃষ্টির ফোঁটা মিস করি, শরতের নীল আকাশে পেজা তুলোর আল্পনা মিস করি, মায়ের আঁচলে মসলার গন্ধ মিস করি কিন্তু ঐ নির্মমতা মিস করি না।

এখানে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনামাত্র রাস্তার সব যানবাহনকে জায়গা ছেড়ে দিয়ে থেমে যেতে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। দ্রুত বেগে ধাবমান সেই বিশেষ চৌচক্রযানের ভিতরে শুয়ে থাকা মরনাপন্ন মানুষটার কথা ভেবে আর ফেলে আসা জন্মভূমির অসুস্থ্য রাষ্ট্রযন্ত্রের কথা মনে করে।

(সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়।

) 

 news24bd.tv/এমি-জান্নাত