জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন আ স ম রব

শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আ স ম আবদুর রব

জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন আ স ম রব

অনলাইন ডেস্ক

স্বৈরাচারী-অমানবিক সরকারের পতন ঘটিয়ে জাতীয় সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, স্বাধীনতাকামী বাংলাদেশের মানুষের কাছে আমাদের এটাই দাবি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলে তিনি।

আ স ম আবদুর রব বলেনে, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর পেরিয়ে গেলেও বীর মুক্তিযোদ্ধা ও ত্রিশ লাখ শহীদের ‘পূর্ণ মর্যাদা’ দেওয়া সম্ভব হয়নি।

 

তিনি বলেন, ‘সবচেয়ে বড় অর্জন হল বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতা যারা লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে , মান ইজ্জত দিয়েছে। সেটার আমরা মর্যাদা দিতে পেরেছি? ভোট চুরি করলে এটা কি মর্যাদা হয়?’

দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘স্রেফ লোকাল গর্ভনমেন্ট করা, বাংলাদেশে নয়টা বিভাগ করা, প্রদেশ করা, সমস্ত জাতিকে ক্ষমতার ভাগ দেওয়া এটাই হল আমাদের আশা। ‘

আ স ম আবদুর রব বলেন, ‘ক্ষমতাসীনরা সব লুটে নিয়েছে, স্বাধীন বাংলাদেশের যে মূল্যবোধ, তা লুণ্ঠন হয়েছে।

আজ এর বিরুদ্ধে আগামীর বংশধরদের লড়াই করে জনগণের অধিকার, ক্ষমতা, মুক্তিযুদ্ধের শহীদদের অধিকার ফিরিয়ে আনতে হবে। জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। ’

আরও পড়ুন


আওয়ামী একদলীয় সরকার প্রতিষ্ঠা করেছে: মির্জা ফখরুল

news24bd.tv এসএম