পাকিস্তানে ভারি তুষারপাতে গাড়ির ভেতরে আটকা পড়ে অন্তত ২১ জন নিহত

সংগৃহীত ছবি

পাকিস্তানে ভারি তুষারপাতে গাড়ির ভেতরে আটকা পড়ে অন্তত ২১ জন নিহত

অনলাইন ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাবে গেইলাত এলাকায় ভারি তুষারপাতে ঢেকে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়ে অন্তত ২১ জন পর্যটক প্রাণ হারিয়েছেন।

শনিবার দেশটির সেনাবাহিনী সড়ক পরিষ্কার এবং আটকা পড়া লোকজন উদ্ধারে অভিযান শুরু করেছে। তুষারপাতের ঘটনায় আটকা পড়া আরও এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, অস্বাভাবিক ভারী তুষারপাত দেখতে গত কয়েক দিনে মুরিতে ১০ হাজারের বেশি গাড়ি প্রবেশ করেছে।

যে কারণে মুরির মহাসড়কে ব্যাপক যানজট দেখা দিয়েছে। এসব যানবাহনের বেশিরভাগ আরোহীই পর্যটক।

আরও পড়ুন:

ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা

রয়টার্স জানায়, গত মঙ্গলবার রাতে তুষারপাত শুরু হয় এবং বিরতি দিয়ে চলতে থাকে, যার ফলে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। তবে দর্শনার্থীদের সংখ্যার কারণে অনেক পরিবার রাস্তায় আটকা পড়ে এবং স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে যে ১০০০০০ এরও বেশি যানবাহন পাহাড়ি স্টেশনে প্রবেশ করেছে।

news24bd.tv/এমি-জান্নাত