বাসের ভেতরে সুপারভাইজারকে হত্যার ঘটনায় ইউসুফ গ্রেপ্তার

প্রতীকী ছবি

বাসের ভেতরে সুপারভাইজারকে হত্যার ঘটনায় ইউসুফ গ্রেপ্তার

মাসুদা লাবনী

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাসের সুপারভাইজার রিয়াদ হোসেন লিটনকে হত্যার ঘটনায় শিক্ষানবিস হেলপার ইউসুফকে গ্রেপ্তার করেছে সিআইডি। নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার সকালে সিইআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৯ এপ্রিল ঢাকা থেকে লক্ষীপুরগামী ইকোনো বাস সার্ভিস লক্ষীপুর এসে পৌঁছানোর পর বাসের মধ্যে এ ঘটনা ঘটে।

সিইআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর সাংবাদিকদের জানান, প্রথম দিন বাসেরর হেলপারি কাজে এসে পারিশ্রমিক না পাওয়ায় সুপারভাইজারকে হত্যা করে ইউসুফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কথাকাটাকাটি ও ধস্তাধস্তির এক পর্যায়ে বাসে থাকা লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে হত্যা করে সুপারভাইজার রিয়াদকে।

সিআইডি আরো জানায়, সুপারভাইজার রিয়াদ ট্রেইনি হিসেবে ইউসুফ কাজ করায় তাকে দিন পারিশ্রমিক ৪০০ টাকা দিতে চায়নি। কয়েকদিন ট্রেইনি হিসেবে কাজ করার পর টাকা দিবে বলে জানালে ক্ষেপে গিয়ে মারধর শুরু করে ইউসুফ।

আসামি ইউসুফের প্রাথমিকভাবে কোনো ক্রিমিনাল রেকর্ড পায়নি সিআইডি।

news24bd.tv/রিমু