গভীর রাতে বাড়িতে বিধ্বস্ত বিমান, ৩ জন নিহত

সংগৃহীত ছবি

গভীর রাতে বাড়িতে বিধ্বস্ত বিমান, ৩ জন নিহত

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ডুলুথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর মিনেসোটার হারম্যানটাউনের একটি বাড়িতে একটি একক ইঞ্জিন বিমান বিধ্বস্ত হয়। শনিবার গভীর রাতের ওই ঘটনায় তিনজন মারা যান।

রোববার নিহতদের শনাক্ত করেছে কর্তৃপক্ষ। সেন্ট পলের যাত্রী অ্যালিসা স্মিড (৩২), বার্নসভিলের ভাই ম্যাথিউ স্মিড (৩১), এবং পাইলট টাইলার ফ্রেটল্যান্ড (৩২)।

হারম্যানটাউন শহরের মুখপাত্র জো উইকলুন্ড বলেন, সেসনা ১৭২ স্কাইহক বিমানটি মধ্যরাতের কিছু আগে নিচে নেমে যায় এবং অ্যারোহেড রোডের ৫১০০ ব্লকের একটি বাড়িতে বিধ্বস্ত হয়। তবে এ ঘটনায় বাড়ির ভেতরে থাকা দুই ব্যক্তি আহত হননি। বিমানটি বাড়ির দ্বিতীয় তলায় ধাক্কা খায়।

এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এ দুর্ঘটনার তদন্ত করবেন বলে জানিয়েছেন।

এনটিএসবিকে এ ঘটনার তদন্তের দায়িত্বে দেওয়া হয়েছে।

news24bd.tv/ আমিরুল