মেসির হাতে বিশ্বকাপ দেখে ভীষণ খুশি লুলা

সংগৃহীত ছবি

মেসির হাতে বিশ্বকাপ দেখে ভীষণ খুশি লুলা

অনলাইন ডেস্ক

হেক্সা জয়ের মিশনে কাতার এসে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে ব্রাজিলকে। অন্যদিকে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছে আর্জেন্টিনা। ব্রাজিল যা পারেনি চীরপ্রতিদ্বন্ত্বী আর্জেন্টিনা তা করে দেখিয়েছে মেসির নেতৃত্বে। বহুবছর পর আর্জেন্টিনার হাত ধরে লাতিন আমেরিকায় ফিরেছে বিশ্বকাপ ট্রফি।

আর এতেই খুশি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা।

মূলত, লিওলেন মেসির হাতে বিশ্বকাপ দেখতে পেরে ভীষণ খুশি তিনি। তার মতে, বিশ্বকাপটা লিওনেল মেসি ও ডি মারিয়ার প্রাপ্যই ছিল।  

সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘প্রতিবেশী আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অনেক খুশি আমরা।

মেসি দারুণ খেলেছে। এটা মেসির প্রাপ্য ছিল, ডি মারিয়ারও। ফুটবলারদের, দলের সঙ্গে যারাই ছিলেন এবং আমার বন্ধু আলবার্তো ফার্নান্দেজকে (আর্জেন্টিনার প্রেসিডেন্ট) অনেক অভিনন্দন। ’

চলতি বিশ্বকাপে দারুণ খেলতে থাকা ব্রাজিল পা হড়কায় কোয়ার্টার ফাইনালে এসে। টাইব্রেকে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে পরের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে শোধ নেয় লাতিনদের আরেক দল আর্জেন্টিনা। যার ফলে অনেক ব্রাজিল সমর্থকই এবার আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা। তবে ব্রাজিলিয়ানদের সেই সমর্থন বিফলে যেতে দেননি মেসিরা। ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়েই কাতার ছেড়েছে আলবিসেলেস্তেরা।

news24bd.tv/আমিরুল