৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল 

সংগৃহীত ছবি

৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল 

অনলাইন ডেস্ক

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সোয়া ১২ টার দিকে প্রধানমন্ত্রী এ ফলাফল প্রকাশ করেন। এবারের ফলাফলে পাসের হার ৮৫.৯৫ শতাংশ। তবে এবারে পরীক্ষায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি।

এ বছর এইচএসসি পরীক্ষায় ৯ হাজার ১৩৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিয়েছে। বিগত বছরের তুলনায় এবার ২৮টি প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। আর শতভাগ পাস করেছে এক হাজার ৩৩০টি প্রতিষ্ঠান।

নয়টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৫ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৫৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ০৬ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ০৩ শতাংশ।

 

এছাড়া কারিগরি বোর্ডে পাস করেছেন ৯১ দশমিক ০২ শতাংশ শিক্ষার্থী এবং মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ।

news24bd.tv/আলী