নিজেদের অস্ত্রেই কুপোকাত অস্ট্রেলিয়া

সংগৃহীত ছবি

নিজেদের অস্ত্রেই কুপোকাত অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

আড়াই দিনে নাগপুর টেস্ট হারার পর ভারতের স্পিন মোকাবিলা করার মোক্ষম অস্ত্র খুঁজছিল অস্ট্রেলিয়া। সুইপকে সেই অস্ত্র হিসেবে নিয়ে দিল্লিতে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিল সফরকারীরা। তবে সুইপ অস্ত্র তো কাজে এলোই না, আবারও তিন দিনে টেস্ট হারলো আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া। দিল্লিতে এবার তাদের হার ৬ উইকেটের।

বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের চেয়ে ১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল অস্ট্রেলিয়া। দিল্লির পিচে স্পিনাররা রাজত্ব করছিল বলে, সুইপে অশ্বিন-জাদেজাদের কাবু করার চেষ্টায় ছিলেন অসি ব্যাটাররা। তবে সুইপ শট খেলতে গিয়ে উল্টো নিজেদের বিপদই ডাকেন তারা।  দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ছয়জন ব্যাটসম্যানই আউট হয়েছেন সুইপ শট খেলতে গিয়ে।

দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করা অস্ট্রেলিয়া আজ রোববার তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ১ উইকেটে ৬১ রান নিয়ে। তবে সকালের সেশনে মাত্র ৫২ রান তুলতেই হাতে থাকা ৯ উইকেট হারায় অতিথিরা। রবীন্দ্র জাদেজার স্পিন বিষে নীল হয়ে ২৮ রান তুলতেই দলটি হারায় শেষ ৮ উইকেট। ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১১৫ রান। জাদেজা এই ইনিংসে একাই নেন ৭ উইকেট।

সেই রান তাড়া করতে খুব একটা বেগ পেতে হয়নি ভারতকে। শুরুতে লোকেশ রাহুল ১ রান করে ফেরেন। আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা রোহিত শর্মা ফেরেন ২০ বলে ৩১ রান করে। এরপর বিরাট কোহলি ২০ এবং শ্রেয়াস আইয়ার ১২ রান করে ফিরলেও চেতেশ্বর পুজারা ধীরস্থির ব্যাটিংয়ে শ্রীকর ভারতকে নিয়ে শেষ করে আসেন ম্যাচ। শততম টেস্ট খেলতে নামা পুজারা অপরাজিত থাকেন ৩১ রান করে। জয়সূচক চারটি এসেছে তার ব্যাট থেকেই। অপরদিকে ভারত অপরাজিত ছিলেন ২৩ রান করে।

সবধরনের সংস্করণ মিলিয়ে এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের শততম জয়।

news24bd.tv/সাব্বির