চার উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

চার উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫৬ রানেই চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। এত অল্প সময়ে চার উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিমের পর ফিরে গেলেন মেহেদেী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ডের বিপক্ষে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে শূন্য রানেই এক উইকেট হারায় বাংলাদেশ।

ইনিংসের প্রথম বলেই ট্রেন্ট বোল্টের শিকার হয়ে ফিরে যান আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান লিটন দাস। শূন্য রানেই ভাঙে বাংলাদেশর ওপেনিং জুটি।

এরপর তানদিজ হাসানকে নিয়ে জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ। তানজিদ হাসান তামিমকে নিয়ে দলের বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন।

কিন্তু দলীয় ৪০ রানে লকি ফার্গুসনের শিকার হয়ে তানজিদ ফিরে যান সাজঘরে। আউট হওয়ার আগে করেছেন ১৭ বলে ১৬ রান।

তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। এবার শান্তকে নিয়েই লড়ছিলেন মিরাজ। কিন্তু বেশি সময় তিনিও থাকতে পারলেন না ক্রিজে।

লকি ফার্গুসনের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। আউট হওয়ার আগে করেন ৪৬ বলে ৩০ রান মিরাজ।

মিরাজের বিদায়ের পর ফিরে গেলেন শান্তও। ৮ বলে ৭ রান করা শান্তকে ফেরালেন গ্লেন ফিলিপস। এ প্রতিবেদন লেখার সময় মুশফিকুর রহিম ১২ বলে ১১ রান ও সাকিব আল হাসান ছয় বল খেলে ১ রানে ব্যাট করছেন।

একাদশে আজ একটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। শেখ মেহেদীর জায়গায় আজ দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশে থাকলেও দ্বিতীয় ম্যাচে তাকে একাদশে রাখা হয়নি। যা নিয়ে সমালোচনা হয়েছে অনেক।

নিউজিল্যান্ড দলেও আজ এসেছে একটি পরিবর্তন। নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন ফিরেছেন ওপেনার উইল ইয়াং-এর জায়গায়।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট

news24bd.tv/আইএএম