চিকেন পরোটা যেভাবে বানাবেন 

সংগৃহীত ছবি

চিকেন পরোটা যেভাবে বানাবেন 

অনলাইন ডেস্ক

ঘরে বসে সহজেই চিকেন পরোটা বানিয়ে ফেলুন। সময়ও বেশি লাগবে না। আবার মুখরোচক এই স্বাদে ভরবে পেটও। দেখে নিন কীভাবে বানাবেন চিকেন পরোটা।

চিকেন পরোটা

পেঁয়াজ: ১টি (কুচনো)

কাঁচা লঙ্কা: ১টি

ধনেপাতা: ২ টেবিল চামচ

চিকেন: ২৫০ গ্রাম (বোনলেস)

আদা-রসুন বাটা: ১ চা চামচ

লাল মরিচগুঁড়ো: স্বাদমতো

জিরেগুঁড়ো: ১/২ চা চামচ

ধনেগুঁড়ো: ১/২ চা চামচ

হলুদগুঁড়ো: এক চিমটে

লবণ: স্বাদমতো

মরিচগুঁড়ো: ১/৪ চা চামচ

দই: ১/৩ কাপ

তেল: ২ টেবিল চামচ

ময়দা: ১ কাপ

আটা: ১ কাপ

লবণ: ১/২ চা চামচ

পানি পরিমাণ মতো

চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর আদা-রসুন বাটা, লাল মরিচগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো, লবণ ও দই মিশিয়ে আধাঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

এবার প্যানে তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি ভাজুন।  

রান্না হয়ে গেলে চিকেনের টুকরোগুলি ফালিফালি করে কেটে ঠান্ডা করতে দিন।

তারপর এতে পেঁয়াজকুচি, কাঁচা মরিচ ও ধনেপাতা মিশিয়ে নিন। চিকেন পরোটার পুর তৈরি।  

এবার একটি বাটিতে আটা ও ময়দা মাখতে থাকুন। স্বাদমতো লবণ ও পানি দিন। ভালভাবে মাখার পর গোলাকার একটি মণ্ড তৈরি হয়ে গেলে তাতে একটু তেল মাখিয়ে ১৫ মিনিট রাখুন।

এবার মণ্ডটি থেকে সমান আকারের ছোট ছোট লেচি পাকিয়ে নিন। দুটি করে লেচি বেলে গোল দুটি পরোটার আকার দিন। এর মধ্যে একটির উপর চিকেনের পুরটি ভরে উপরে অন্য পরোটাটি দিয়ে ভাল করে মুড়ে দিন।

এবার একটি চাটুতে তেল গরম করে এই পুরভরা পরোটাটি ভাজুন। সোনালি হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

news24bd.tv/TR      

এই রকম আরও টপিক