গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌবাহিনী কর্মকর্তাদের কারাদণ্ড

মৃত্যুদণ্ড থেকে কমিয়ে কারাদণ্ড পেলেন ভারতীয় নৌবাহিনীর সাবেক ৮ কর্মকর্তা

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌবাহিনী কর্মকর্তাদের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

গত বছরের অক্টোবর মাসে ভারতের নৌবাহিনীর সাবেক ৮ কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল কাতারের আদালত। সেই সাজা কমিয়ে দিয়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের।

ভারতের পক্ষ থেকে জানানো হয়, কারাদণ্ড পাওয়া ওই কর্মকর্তারা ৬০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

এর আগে ভারতের সাবেক ওই নৌ-কর্মকর্তাদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছিল।

যদিও এ বিষয়ে ভারত বা কাতার থেকে কিছু জানানো হয়নি। ইসরায়েলও এসব অভিযোগ নিয়ে মুখ খোলেনি।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, 'আমরা শুধু আপনাদের জানাতে পারি, মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে এখন আট ভারতীয় নাগরিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ’ তিনি আরও বলেন, ‘আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য তাদের ৬০ দিন সময় আছে।

তবে তিনি কারাদণ্ডের মেয়াদ সম্পর্কে কোনো তথ্য দেননি। ’

উল্লেখ্য, ২০২২ সালে ভারতের সাবেক নৌ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়।

news24bd.tv/SC