যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেনা ভারত: নিকি হ্যালি

মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেনা ভারত: নিকি হ্যালি

অনলাইন ডেস্ক

মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। কিন্তু তারা যুক্তরাষ্ট্রকে সম্পর্কের দিক দিয়ে বিশ্বাস করেনা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিজনেস টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে ভারতকে নিয়ে নিকি হ্যালির কিছু মিশ্র প্রতিক্রিয়া নিয়ে।

এ সময় নিকি বলেন, ভারত 'স্মার্ট' খেলা খেলছে।

তারা একদিকে রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রাখছে। কারণ সেখান থেকে তারা অস্ত্র আমদানি করে।

আরও পড়ুন: ইমরান খান পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, পারলেন না বুশরা

৫২ বছর বয়সী এই রিপাবলিকান বলেন, আমি ভারতের সঙ্গে ডিল করেছি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথাও বলেছি।

তিনি আমাদের সাথে বন্ধুত্বে বিশ্বাসী। তারা আমাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়।

যদিও তিনি বলেন, ভারতের সমস্যা হচ্ছে তারা চায়না আমরা জয়লাভ করি। আমাদের নেতৃত্ব নিয়েও তারা সন্দিহান বলে উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের দুর্বলতা দূর করে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য মিত্র দেশগুলো নিয়ে একজোট হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নিকি হ্যালি।

news24bd.tv/SC