যশোরে ধানের শীষের প্রচারে বাধা

চারণায় বাধা দেওয়ার অভিযোগ

যশোরে ধানের শীষের প্রচারে বাধা

যশোর প্রতিনিধি

যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের প্রার্থী সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, সেখানে নির্বাচনের কোনো পরিবেশ নেই। তাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। প্রচার মাইক বের করতে দেওয়া হচ্ছে না। নেতাকর্মীদের বাড়ির সামনে বোমা হামলা করা হচ্ছে।

নির্বাচনে তারা জিততে পারবে না জেনে শার্শায় এই পরিস্থিতি সৃৃষ্টি করা হচ্ছে। শুক্রবার বেলা ১২টায় যশোর জেলা বিএনপি প্রেসক্লাব
যশোরে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন।

তারা আরও বলেন, গতকাল শার্শায় বিএরপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি এলাকায় যাবেন শুনে বাজারের দোকান পাট বন্ধ করতে বাধ্য করা হয়। প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না।

এতো
নির্যাতন করার পরও বিএনপি নির্বাচন মাঠ থেকে সরবে না। শেষ পর্যন্ত তারা মাঠে থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যশোর-১ আসনের ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি, শার্শা থানা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, সাধারন সম্পাদক আবুল হাসান জহির প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/রিপন/তৌহিদ)

সম্পর্কিত খবর