তার ওয়াদা জাতির সঙ্গে তামাশা: চরমোনাই পীর

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই।

তার ওয়াদা জাতির সঙ্গে তামাশা: চরমোনাই পীর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শতভাগ প্রস্তুতি থাকা সত্ত্বেও সিটি, উপজেলা ও পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই।

তিনি মন্তব্য করেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর কথা ও কাজে মিল না থাকায় আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

রোববার খুলনা নগরীর গোয়ালখালী ক্যাডেট স্কীম মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা ও মহানগর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চরমোনাই পীর।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছিলেন আমার ওপর আস্থা রাখুন, আমি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব’।

কিন্তু প্রধানমন্ত্রী ওয়াদা দিয়েও জাতির সাথে তামাশা করেছেন, ওয়াদার বরখেলাপ করেছেন।

‘মুমিন একই গর্তে বার বার আছাড় খায় না। ’

‌‘একাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে বর্তমান ক্ষমতাসীনরা মানুষের স্বাধীন ভোটাধিকার হরণের পাশাপাশি জনগণের বাক-স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে। একটি সভ্য ও স্বাধীন জাতি হিসেবে কিছুতেই তা মেনে নেওয়া যায় না; বলেন মুফতী রেজাউল করীম।

মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীন ভোটাধিকারসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে জনগণের ক্ষোভের নিরসন না করে নির্বাচন কমিশন নতুন করে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশে নতুন সঙ্কট সৃষ্টি করছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর