বিক্ষোভে মুখোশ পরা নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

বিক্ষোভে মুখোশ পরা নিষিদ্ধ করেছে হংকং কর্তৃপক্ষ। ঔপনিবেশিক যুগের আইন বলবৎ করেন স্বায়ত্তশাসিত অঞ্চলটির নির্বাহী ক্যারি লাম। আজ শনিবার থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

কিন্তু কর্তৃপক্ষের এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মুখোশ পরেই এদিন সকালে ফের হংকংয়ের রাস্তায় নামেন বিক্ষোভকারীরা।

প্রধান বাণিজ্যিক এলাকায় রাস্তাগুলোতেও ব্যারিকেড বসান তারা। মাস্ক পরা আরও কয়েক হাজার বিক্ষোভকারী ব্যারিকেডের পেছনে অবস্থান নেন।

বিবিসি জানিয়েছে, মুখোশ নিষিদ্ধ করায় আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিক্ষোভকারীরা। নিষেধাজ্ঞা আইনের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেছে তারা।

বিশ্লেষকরা বলছেন, নতুন এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন কর্তৃপক্ষের পক্ষে কঠিন হবে। গণতন্ত্রের দাবিতে ৪ মাস ধরে অচল চীনের অধীনস্থ ‘এক দেশ, দুই নীতি’র দেশটি।

এ চার মাসে গণতন্ত্রপন্থীরা ব্যাপক জ্বালাও-পোড়াও চালিয়েছে দেশটিতে।

বিক্ষোভকারীদের দমনে হংকং সরকারও কঠোর থেকে কঠোরতর হয়েছে।

এই চার মাসে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। ছাড় পাননি শিশু ও বৃদ্ধরাও।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)