নুসরাতের যৌন হয়রানি মামলার সাক্ষ্যগ্রহণ ১৩ নভেম্বর

নুসরাতের যৌন হয়রানি মামলার সাক্ষ্যগ্রহণ ১৩ নভেম্বর

নজির আহম্মদ রতন, ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানীর অভিযোগে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণ আগামী ১৩ নভেম্বর নির্ধারণ করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মামুনুর রশীদ।

চলতি বছরের ২৮ মার্চের এ মামলার জের ধরেই নুসরাত হত‌্যাকাণ্ড সংগঠিত হয়।

আজ মামলাটির বাদীর সাক্ষ‌্য প্রদানের নির্ধারিত দিন ছিল। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মানুনুর রশিদের আদালতের অধিবেশন না থাকায় চলতি বছরের নভেম্বর মাসের ১৩ তারিখ সাক্ষ‌্য প্রদানের তারিখ পুনরায় ঘোষণা করা হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী শাহজাহান সাজু বলেন, চলতি বছরের ২৭ মার্চ মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের দিন মাদ্রাসার অধ‌্যক্ষ সিরাজ উদ দৌলা মাদ্রাসার পিয়ন নুরুল আমিনকে দিয়ে তার কক্ষে নুসরাতকে ডেকে নিয়ে যৌন হয়রানি করে।

এর পরের দিন ২৮ মার্চ নুসরাতের মা শিরিন আখতার অধ্যক্ষ সিরাজকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। সেদিন পুলিশ সিরাজকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

একইদিন নুসরাতের মা শিরিন আখতার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম কায়সারের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নুসরাতও ২২ দারায় জবানবন্দি প্রদান করে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)