গোটা বিশ্ব আজ সুপারমুন দেখতে পাবে!

গোটা বিশ্ব আজ সুপারমুন দেখতে পাবে!

অনলাইন ডেস্ক

আজ রোববার গোটা বিশ্ব সুপারমুন দেখতে পাবে। রাতের আকাশে আপনার জন্য অপেক্ষা করছে এক চমক! আজ রোববার এক বিরল ঘটনার সাক্ষী থাকবে পৃথিবীবাসী!

নাসার তথ্যমতে, আজ রাতের আকাশে দেখা যেতে পারে সবচেয়ে বড় চাঁদের। যা ‘সুপারমুন’ হিসাবে পরিচিত। স্বাভাবিক অবস্থানের তুলনায় রোববার রাতে অনেক কাছে দেখা যাবে চাঁদকে।

ফলে এর আকারে অনেক বড় দেখাবে। স্বাভাবিক অবস্থা থেকে প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে চাঁদকে।

বেশ কিছু অনলাইন ওয়েবসাইটের লাইভ স্ট্রিমিং-এ সুপার মুন দেখতে পারেন। irtual Telescope Project 2.0- দেখা যাবে লাইভ।

উল্লেখ্য, সুপারমুন চাঁদের একটি দশা বা অবস্থা, চাঁদ যখন পৃথিবীর খুব কাছে অবস্থান করে তখন চাঁদকে পৃথিবী থেকে তুলনামূলকভাবে অনেক বড় আর উজ্জ্বল দেখায়। পূর্ণ গোলাকার চাঁদের এই অবস্থাকে সুপারমুন বলা হয়। সুপারমুনের কোন প্রচলিত বাংলা নেই। এটাকে অনেকে অতিকায় চাঁদ বলে থাকেন। পৃথিবী-চন্দ্র-সূর্য সিস্টেমে অতিকায় চাঁদের টেকনিক্যাল নাম হচ্ছে perigee-syzygy'।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল