কোকোর কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

কোকোর কবর জিয়ারত করলেন বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫১ তম জন্মদিন আজ।  

দিবসটি উপলক্ষে বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করতে যান বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

এসময় বনানী কবরস্থানের সামনে অবস্থান নিয়ে পুলিশ নেতা-কর্মীদের ভেতরে যেতে বাধা প্রদান করে। পরে বিশেষ অনুরোধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরফুদ্দিন সপু, ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ফুল নিয়ে সমাধিস্থলে প্রবেশের অনুমতি পান।

 

কবরস্থানে গিয়ে নেতৃবৃন্দ ফুল দিয়ে প্রয়াত কোকোর প্রতি শ্রদ্ধা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। একই সময়ে কবরস্থানের বাহিরে থাকা অসংখ্য নেতাকর্মীও দোয়া ও মোনাজাত করেন।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম