কবে মাঠে ফিরবে দেশের ফুটবল

কবে মাঠে ফিরবে দেশের ফুটবল

মাহফুজুল ইসলাম, ক্রীড়া প্রতিবেদক

নির্বাচনমুখী এখন দেশের ফুটবল। সেদিকেই ব্যস্ততা সংগঠকদের। তবে ফুটবলারদের চাওয়া মাঠের বাইরে যাই হোক না কেন, দ্রুত মাঠে ফিরুক ফুটবল।  

লিগের ভবিষ্যত নিয়ে ইতিমধ্যেই ক্লাবগুলোর সাথে বৈঠক করেছে ফেডারেশন।

মঙ্গলবার (২৫ আগস্ট) ফুটবলারদের সাথে বসার কথা আছে বাফুফের। সে বৈঠকে লিগ শুরু করতে ফেডারেশনের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরবেন ফুটবলাররা।   

করোনায় গেল মৌসুম হয়েছে বাতিল। আর কোভিড বাস্তবতায় এরই মধ্যে বন্ধ হয়েছে বিশ্বকাপ বাছাইয়ে এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের সব ম্যাচ।

 

ফেডারেশনে এখন নির্বাচনী ব্যস্ততা। এর মধ্যেও লিগের ভবিষ্যত নিয়ে এক দফায় ক্লাবগুলোর সাথে বৈঠক করেছে ফেডারেশন। এবার ফুটবলারদের সাথে বৈঠকে বসবে বাফুফে।

ফুটবলারদের সাথে কথা বলে জানা গেছে, মাঠের বাইরে যে পরিস্থিতি কিংবা বাস্তবতা হোক না কেন, তাদের বক্তব্য দ্রুতই শুরু হোক মাঠের খেলা। ঘোষণা আসুক নতুন মৌসুমের। সেই সাথে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পক্ষেও মত তাদের।

বাফুফের সাথে বৈঠকে ফুটবলার এবং ক্লাব উভয়েই যাতে লাভবান হয়, সেদিকে নজর রাখতেও বাফুফেকে প্রস্তাব দেবেন ফুটবলাররা।

করোনার কারণে গেল মার্চে অসমাপ্ত অবস্থায় খেলা বন্ধ হয়। পরবর্তীতে মৌসুম বাতিল ঘোষণা করে ফেডারেশন।

নিউজ টোয়েন্টিফোর/নাজিম

এই রকম আরও টপিক