লা লিয়ায় হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

লা লিয়ায় হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

নিজস্ব প্রতিবেদক

লা লিগায় হোঁচট খেলো দুই ফেভারিট জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নিজেদের দূর্গে কাদিজের কাছে ১-০ গোলে ধরাশায়ী হয় রিয়াল।  

কয়েক ঘণ্টার ব্যবধানে দুই শিবিরে ঝড় বয়ে যায়। প্রথমে রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ লা লিগায় টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর নবাগত কাদিজের বিপক্ষে ধরাশায়ী জিনেদিন জিদানের শিষ্যরা।

১৪ বছর পর লা লিগায় ফেরা কাদিস শুরু থেকেই ছিল দুর্দান্ত। ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যেতে পারতো দলটি। তবে সে অপেক্ষা দীর্ঘ হয়নি।

১৬ মিনিটে দলের লিড লোসানোর সুবাদে। এই একমাত্র পুঁজি নিয়ে শেষ পর্যান্ত লড়াই করে কাদিজ। ম্যাচের ৩৭, ৬৬ কিংবা ৮১ মিনিট আশা জাগিয়ে ব্যর্থ গ্যালাক্টিকোরা। ১-০ গোলে ম্যাচটা জিতে নেয় সফরকারী কাদিজ। ২৯ বছর এই দলটার বিপক্ষে হারের তেতো স্বাদ পেলো রিয়াল মাদ্রিদ।


আরও পড়ুন: শুধু রিয়াল মাদ্রিদ নয়, হারল বার্সাও


যেন রিয়াল অনুসরণ করলো বার্সেলোনা। আন্তর্জাতিক বিরতির পর সুখের হয়নি কাতালানদের ফেরাটাও। গেতাফের কাছে পরাজিত ১-০ গোলে।

news24bd.tv আহমেদ