প্রতীক বরাদ্দের পর ঢাকা-১৮ আসনে  গণসংযোগ শুরু
উপ-নির্বাচনে

প্রতীক বরাদ্দের পর ঢাকা-১৮ আসনে গণসংযোগ শুরু

অনলাইন ডেস্ক

প্রতীক বরাদ্দের পর ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগকালে তারা নিজ নিজ প্রতীকে ভোট চাচ্ছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুমা রাজধানীর উত্তরখান মাজার মসজিদের সামনে থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিব হাসান। এ সময় তার সাথে ছিলেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।


আরও পড়ুন:ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিকাকে ধর্ষণ করল ছাত্রলীগ সভাপতি


এদিকে, একই সময়ে উত্তরা ৭ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের মসজিদের সামনে থেকে গণসংযোগ শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ কর্মীসমর্থকরা অংশ নেন গণসংযোগে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ সংসদীয় আসন শূন্য হয়।

news24bd.tv কামরুল