ভাকুর্তার গয়নার চাহিদা বেড়েছে বিদেশেও

ভাকুর্তার গয়নার চাহিদা বেড়েছে বিদেশেও

সুকন্যা আমীর

দেশের গন্ডি পেড়িয়ে ভাকুর্তা গ্রামের গয়নার চাহিদা বেড়েছে বিদেশেও। কিন্তু চাহিদা অনুযায়ী নেই প্রয়োজনীয় মূলধন কিংবা সুযোগ-সুবিধা। ফলে কেউ পাল্টাচ্ছেন পেশা, কেউ বইছেন ঋণের বোঝা। সবমিলিয়ে কারিগরদের, এ পেশায় টিকতে, বেগ পেতে হচ্ছে ভীষণ।

অথচ সরকারি পৃষ্ঠপোষকতা পেলে, গয়না পেশা যুক্ত হতে পারবে রাজস্ব খাতে, পাবে শিল্পের স্বীকৃতিও।  

ভাকুর্তা গ্রামের গয়না প্রতিদিন যায় নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনী চকসহ নামী দামী সুপার মল এবং ব্র্যান্ডের দোকানে। রাজধানী ছাড়াও এ গয়নার চাহিদা রয়েছে দেশের অন্যান্য জায়গাতেও।

গয়নাগুলো পরিশোধন শেষে কালার করা হয়।

তারপর ক্রেতাদের চাহিদা অনুযায়ী যোগ করা হয় পাথর, পুঁথি। স্বর্ণের দাম বেশি হওয়ার ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এসব গোল্ড প্লেটের গয়না। কিন্তু চাহিদার তুলনায় প্রয়োজনীয় মূলধন এবং সুযোগ সুবিধা অপ্রতুল। ফলে বেশ হতাশাতেই রয়েছে ভাকুর্তার কারিগররা।


আরও পড়ুন: মেসিকে ছাড়াই বড় জয় বার্সার, দ্বিতীয় রাউন্ডে কাতালানরা


তারা বলছেন, একেতো যোগাযোগ ব্যবস্থা নাজুক, ঋণের অভাব। তার ওপর করোনা মহামারী। সবমিলিয়ে এ পেশায় টিকে থাকতে বেগ পেতে হতে ভীষণ।

বিক্রেতারাও সুর মেলাচ্ছেন। বলছেন, সরকার যদি একটু নজর দেন, তবে এ পেশাও পরিণত হতে পারে শিল্পে। বাড়বে কারিগরদের আগ্রহ, টিকে থাকবে গয়না পেশার ঐতিহ্য। সেই সাথে রাজস্ব খাতেও যুক্ত হবে এ পেশার নাম।

news24bd.tv আহমেদ