পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পঞ্চগড়ে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধুর ম্যুারাল,মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এবং ৭১ এর বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।  

সোমবার সার্কিট হাউজে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুারালে শ্রদ্ধাঞ্জলি দেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আলীম খান ওয়ারেসী, অতিরিক্ত পুলিশ সুপার (পঞ্চগড় সদর) আলমগীর হোসেন, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, রাজনীতিক ব্যাক্তিবগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ এবং ৭১ এর বদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও সকাল ১১ টায় জেলা প্রশাসনের উদ্যোগে ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়।

আরও পড়ুন:


‘সালমান শাহ’ হত্যা মামলায় গ্রেপ্তার ২

'জীবনে অনেক ভুল করে দেউলিয়া হয়েছি'

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মা-মেয়ের বিয়ে এক সঙ্গে!

৯ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা: ৮ জনের ফাঁসি


news24bd.tv কামরুল