বাংলাদেশের অর্জনে যখন বিস্মিত বিশ্ব, তখন পাকিস্তানকে বলা হচ্ছে ব্যর্থ রাষ্ট্র

লাকমিনা জেসমিন সোমা

অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, মানবাধিকার, সন্ত্রাসবাদ মোকাবিলা সহ মানব উন্নয়ন সূচকের প্রতিটি ক্ষেত্রে পাকিস্থানকে পেছনে ফেলে বহুদূর এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এমন অর্জনে যখন বিস্মিত বিশ্ব, তখন পাকিস্তানকে বলা হচ্ছে ব্যর্থ রাষ্ট্র। এমন বাস্তবতায় খোদ প্রধানমন্ত্রী ইমরান খানসহ দেশটির অর্থনীতিবিদ-উন্নয়নবিদরাই বাংলাদেশকে অনুসরণের পরামর্শ দিচ্ছেন এখন।  

একাত্তরের মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশকে ‘টেস্ট কেস’ হিসেবে দেখছিলো পুরো বিশ্ব।

তাদের ধারনা ছিলো, যুদ্ধ বিধ্বস্ত এমন একটি দেশ কখনোই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না। এমন শঙ্কা আর চ্যালেঞ্জ দুটোকে পাশাপাশি নিয়েই অর্থনৈতিক যাত্রা শুরু করে বাংলাদেশ।
যাত্রার শুরুতে অর্থনীতির প্রতিটি সূচকেই এগিয়ে ছিল পাকিস্তান। আর আজ স্বধীনতার ৪৯ বছরে চিত্রটা ঠিক তার বিপরীত।
সব দিক দিয়েই পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ।

গেলো অর্থবছরে বাংলাদেশের রপ্তানি হয়েছে ৩৪ বিলিয়ন ডলার, যেখানে পাকিস্তানের মাত্র ২২ বিলিয়ন, করোনার মধ্যেও বাংলাদেশের রিজার্ভ দাড়িয়েছে ৪১ বিলিয়ন ডলার, আর পাকিস্তানের তার অর্ধেক ১৯ বিলিয়ন , করোনার বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ, যেখানে পাকিস্তানের ০.৪ শতাংশ। সম্প্রতি মাথাপিছু জিডিপিতে ভারতকেও পেছনে ফেলেছে বাংলাদেশ।

এমন সাফল্যে পাকিস্তানের অর্থনীতিবিদ, উন্নয়নবিদরা তাদের দেশের সরকারকে বলছেন বাংলাদেশকে অনুসরণ করতে।
এমনকি বাংলাদেশকে দেখে ঈর্শান্বিত খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও।

গ্লোবাল টেরোরিজম ইনডেক্স ২০২০ অনুযায়ী অনুযায়ী দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে আফগাস্তানের পর- সবচেয়ে ঝুকিঁতে পাকিস্তান। আর সব চেয়ে কম ঝুকি ভুটানের পর বাংলাদেশে। এভাবে উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সাক্ষ্য রেখে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে লাল সবুজের পতাকা।

আরও পড়ুন: 


উৎসব উদযাপন ছাড়াই কানাডায় টিকা দেওয়া শুরু

নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি

ইশরাকের বাসায় হামলা-ভাঙচুর

ব‌রিশালে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে ফাঁকা গু‌লি, আহত ৫০

একসঙ্গে বিষপান করে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে


news24bd.tv কামরুল