জনগণকে চিঠি লিখে নতুন বছর উদযাপন

জনগণকে চিঠি লিখে নতুন বছর উদযাপন

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশের জনগণের উদ্দেশে চিঠি লিখে নতুন বছর উদযাপন করেছেন। একইসঙ্গে পরিদর্শন করেছেন বাবা ও দাদার সমাধি।

রয়টার্স জানায়, অতীতের মতো এবারের নববর্ষের ভাষণ দেবেন কি না সে ব্যাপারে কিম তাৎক্ষণিক কোনও ইঙ্গিত দেননি। দেশের নাগরিকদের কাছে লেখা চিঠিতে কিম মহামারীর এই কঠিন সময়েও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের ওপর আস্থা রাখা এবং সমর্থন দেওয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।


আরও পড়ুন: ‘আলীগ-বিএনপি গণতন্ত্রের হাতে হাতকড়া পড়িয়েছে’

সানা খানকে বিয়ে করে ‘বিপদে’ মুফতি আনাস!


আরও লিখেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে নতুন যুগ আগেভাগেই বয়ে আনার জন্য এই নতুন বছরেও তিনি কঠোর পরিশ্রম করবেন।

news24bd.tv / আয়শা