সরগরম চট্টগ্রাম মহানগরের রাজনীতি

সরগরম চট্টগ্রাম মহানগরের রাজনীতি

Other

সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। আওয়ামী লীগ মেয়র প্রার্থী বললেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকার বিকল্প নেই। আর বিএনপি প্রার্থীর দাবি সুষ্ঠু নির্বাচন। নির্বাচনী প্রচারণায় আচরণ বিধি লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

  

আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগ মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী এবং বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেনের মধ্যে। অধিকাংশ ওয়ার্ডে বিদ্রেহী প্রার্থী থাকায় জটিল হয়ে পড়েছে কাউন্সিলর পদে ভোটের হিসাব-নিকাশ।

প্রথম দিনেই আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চট্টগ্রামের মানুষ নৌকায় ভোট দেবেন বলে আশা তার।

কলকাতায় যে কাজই পাব, লুফে নিয়ে চলে যাব: তাহসান

বোমা হামলার মাস্টারমাইন্ডের মুক্তি

গাজীপুরে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে যা হলো

আর বিএনপির মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেনের বিশ্বাস, সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত।
প্রচারণায় আচরণ বিধি লঙ্গন করলে কোন ছাড় নেই বলে সতর্ক করলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান।  

চট্টগ্রাম সিটি নির্বাচনে এবার ৭৩৫টি ভোট কেন্দ্র ও ৪ হাজার ৮৮৬টি বুথে ইভিএমে ভোট হবে। নির্বাচনে মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। ভোটে মেয়র পদে ৭ জন ও কাউন্সিলর পদে ২৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

news24bd.tv নাজিম