প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
অস্ট্রেলীয় বিজ্ঞানীদের 'প্রাগৈতিহাসিক' কুমির আবিষ্কার
অনলাইন ডেস্ক
বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ায় 'প্রাগৈতিহাসিক' একটি কুমিরের প্রজাতি আবিষ্কার করেছেন। এর নাম দেয়া হয়েছে 'সোয়াম্প কিং'।
এর বৈজ্ঞানিক নাম Paludirex vincenti. লম্বায় ১৬ ফুটের (৫ মিটার) বেশি লম্বা এই কুমিরের প্রজাতিটি দক্ষিণ কুইন্সল্যান্ডের জলজ অঞ্চলে পাওয়া যায়।
গত সোমবার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড থেকে একটি প্রেস রিলিজ দিয়ে এই তথ্য জানানো হয়।
ইউকিউর স্কুল অফ বায়োলজিকাল সায়েন্সের পিএইচডি প্রার্থী গবেষক জর্গো রিস্টেভস্কি তার প্রকাশিত জার্নালে জানিয়েছেন, কুমিরের এই প্রজাতিটি প্রায় ৫.৩৩ মিলিয়ন থেকে ২.৫ মিলিয়ন বছর আগে থেকেই পৃথিবীতে ছিলো।
তিনি আরও বলেন, 'সোয়াম্প কিং' কুমিরের একটি ভয়ংকর প্রজাতি ছিলো। বেঁচে থাকার সময় এটি অস্ট্রেলিয়ার শীর্ষ শিকারিদের মধ্যে একটি ছিল। এর জীবাশ্মযুক্ত খুলিটি প্রায় ৬৫ সেন্টিমিটার, তাই আমাদের অনুমান যে এটি কমপক্ষে পাঁচ মিটার লম্বা ছিল।
গবেষকরা ১৯৮০র দশকে চিন্চিলা নামের এক শহরের কাছে খননকৃত জীবাশ্ম থেকে এই বিশালাকার কুমির প্রথম শনাক্ত করেছিলেন।
স্বাস্থ্যকর্মী নিজেই ছড়িয়ে বেড়াচ্ছিলেন করোনা
বাংলাদেশসহ পাঁচ দেশের গৃহকর্মী ভিসা চালু
স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সের সিনিয়র লেকচারার স্টিভ স্যালিসবেরি বলেন, "হয়তো প্রতিযোগিতামূলক বাস্তুসংস্থানের কারণে এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে যেতে পারে। আবার জলবায়ু শুকিয়ে যাওয়ার সাথে সাথেও এটি বিলুপ্ত হয়ে যেতে পারে - আমরা বর্তমানে উভয় পরিস্থিতিই তদন্ত করছি"
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য